২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
তৃতীয় অধ্যায় : বল- মো: গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক, ঝিট্কা আনন্দ মোহন উচ্চবিদ্যালয়, হরিরামপুর, মানিকগঞ্জ
- ০২ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : বল’ থেকে আরো ১২টি গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৫। যেকোনো তলের অবশ্যই কী থাকবে?
ক) ঘর্ষণ খ) ত্বরণ গ) বেগ ঘ) তরণ
১৬। ভরবেগ কিসের ওপর নির্ভর করে?
ক) ভর খ) বেগ
গ) ভর ও বেগ ঘ) কোনোটিই নয়
১৭। বস্তুর ভর ও বেগের গুণফলকে কী বলে?
ক) বল খ) ত্বরণ
গ) বেগ ঘ) ভরবেগ
১৮। ত্বরণ ধনাত্মক হলে-
ক) ভর বৃদ্ধি পায় খ) বেগ বৃদ্ধি পায়
গ) বেগ হ্রাস পায় ঘ) বস্তু হ্রাস পায়
১৯। নিউটনের গতিবিষয়ক কয়টি সূত্র আছে?
ক) ২ টি খ) ৩ টি গ) ৪ টি ঘ) ৫টি
২০। 40 N বল দ্বারা একটি 40 kg ভরের পাথরকে ধাক্কা দেয়া হলে পাথরটির ত্বরণ কত হবে?
ক) 1 ms-1 খ)10 ms-1
গ) 1 ms-2 ঘ) 10 ms-2
২১। গতিশীল বস্তু হলো-
i) রাস্তাঘাট ii) পচনশীল বস্তু
iii) নিক্ষিপ্ত ক্রিকেট বল
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
২২। গাড়ির চালকগণ সিটবেল্ট বাঁধেন-
i) নিরাপত্তার জন্য
ii) গতি জড়তার জন্য
iii) স্থিতি জড়তার জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
২৩। দু’টি চুম্বক মেরুর মাঝে কাজ করে-
i) আকর্ষণধর্মী বল
ii) বিকর্ষণধর্মী বল
iii) ঘর্ষণ বল
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii
গ) ii, iii ঘ) i, ii, iii
২৪। মহাকর্ষ বল-
ক) আকর্ষণধর্মী খ) বিকর্ষণধর্মী
গ) উভয় ধর্মী
ঘ) আকর্ষণ ও বিকর্ষণধর্মী
২৫। মৌলিক বল-
i) স্বাধীন বল ii) অন্য বলের রূপ
iii) মূল বল
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
২৬। তাড়িত চৌম্বক বল-
i) আকর্ষণধর্মী ii) বিকর্ষণধর্মী
iii) নিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক) i, ii খ) i, iii গ) ii, iii ঘ) i, ii, iii
উত্তর : ১৫. ক, ১৬. গ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. খ, ২০. গ, ২১. গ, ২২. ক, ২৩. ক, ২৪. ক, ২৫. খ, ২৬. ক।